গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পরিবেশ অধিদপ্তর
রাজবাড়ী জেলা কার্যালয়
দক্ষিণ ভবানীপুর, সদর, রাজবাড়ী।
Email: rajbari@doe.gov.bd
২৬/১০/১৪৩১ বঙ্গাব্দ।
স্মারক নং- ২২.০২.৮২০০.০৪৬.৫৮.০৩৩.২৪.২৩৬ তারিখঃ----------------------------
০৯/০২/২০২৫ খ্রিস্টাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি
বিষয়ঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০১ (এক) টি দোকান হতে ৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দসহ ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা আদায়।
আজ ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিঃ তারিখ রবিবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোল্লা ইফতেখার আহমেদ এর নেতৃত্বে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাংশা বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাংশা বাজার এলাকার ০১ (এক) টি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ মোট ৪৩ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ ইমরান হোসেন। মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনায় সহায়তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
(মোঃ হারুন-অর-রশীদ)
সহকারী পরিচালক
ফোনঃ +৮৮০ ২৪৭৯৯২৬১৯৫
মোবাইল নংঃ ০১৩১৮-৩৯৭১৯৬
অনুলিপিঃ সদয় অবগতি/অবগতির জন্য প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়)।
১। জেলা প্রশাসক, রাজবাড়ী।
২। পরিচালক, পরিবেশ অধিদপ্তর, ঢাকা অঞ্চল কার্যালয়, ঢাকা।
৩। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী।
৪। সহকারী পরিচালক, মহাপরিচালক মহোদয়ের দপ্তর, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা।
৫। অফিস কপি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস