প্রেস বিজ্ঞপ্তি
বিষয়ঃ রাজবাড়ী জেলার সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০১ (এক) টি দোকান হতে ৫০০ গ্রাম নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দসহ ৫০০ টাকা জরিমানা আদায়।
গত ১৭ জুন, ২০২৫ খ্রিঃ তারিখ রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অংকন পাল এর নেতৃত্বে রাজবাড়ী জেলার সদর উপজেলার নতুন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ০১ (এক) টি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে ৫০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ আনুমানিক ৫০০ গ্রাম পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
এছাড়া পলিথিনের বিকল্প পণ্য ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে লিফলেট বিতরণ করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ ইমরান হোসেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে পুলিশ লাইন, রাজবাড়ীর এক দল পুলিশ।
ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস