রাজবাড়ীতে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়াসহ মোবাইল কোর্টের অভিযানে ২লক্ষ টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার বড় চরবেনীনগরের মেহেদী মাহবুব হোসেনের মেসার্স এনসিবি বিকসকে এক লক্ষ টাকা জরিমানা ও মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর ঈদগাহ রোডের মোঃ আরজু সরদারের আদর্শ বিকস (এবিবি) বিকসকে এক লক্ষ টাকা জরিমানা ও এস্কেভেটর দিয়ে ভেঙ্গে সম্পুর্ণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
রাজবাড়ী পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর রশীদ বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক রাজবাড়ী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ আহমেদের নেতৃত্বে রাজবাড়ী সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে উপস্থিত থেকে প্রসিকিউশন প্রদান করেন, রাজবাড়ী পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর রশীদ। এসময় পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ ইমরান হোসেন সহ জেলা প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষায় রাজবাড়ী পুলিশ লাইন্সের একটি চৌকসদল। এ অভিযান অব্যাহত থাকবে।
https://www.kalersomaj.com/country/news/2175
https://matrikantha.com/main/article/20036
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস