প্রেস বিজ্ঞপ্তি
বিষয়ঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ দূষণকারী ০১ (এক) টি মুরগীর ফার্ম হতে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা আদায়।
আজ ১৪ মে, ২০২৫ খ্রিঃ তারিখ বুধবার জেলা প্রশাসন রাজবাড়ীর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাহিদ আহমেদ এর নেতৃত্বে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মইজউদ্দিন মন্ডলপাড়া এলাকায় অভিযোগের ভিত্তিতে পরিবেশ দূষণকারী হ্যাচারী ও মুরগীর ফার্মের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় মইজউদ্দিন মন্ডলপাড়া এলাকার ভিক্টর ভিলেজ লিমিটেড নামক প্রতিষ্ঠানের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সন্তোষজনক না হওয়ায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ ইমরান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, গোয়ালন্দ জনাব মোঃ খোকন উজ্জামান, পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ হারুন-অর-রশীদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, গোয়ালন্দ জনাব শাহাদাৎ হোসেন। মোবাইল কোর্ট অভিযানটির আইন শৃঙ্খলা রক্ষার্থে সহায়তা প্রদান করে পুলিশ লাইন, রাজবাড়ী ও গোয়ালন্দ থানার একদল পুলিশ সদস্য।
২। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
https://www.amarsangbad.com/country/news/314142
https://matrikantha.com/main/article/20598
https://dailyinqilab.com/bangladesh/news/762210
https://www.dhakapost.com/country/365368
https://sokalershironam.com/view-post/8820
https://mzamin.com/news.php?news=161162#gsc.tab=0
https://sarabangla.net/news/post-1004606/
https://www.dailyjanakantha.com/bangladesh/news/803780
https://somoyerprotyasha.com/archives/100034
https://www.dailyniropekkho.com/countryroaming/13771
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস