প্রেস বিজ্ঞপ্তি
বিষয়ঃ রাজবাড়ী জেলার সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০১ (এক) টি দোকান হতে ৩৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দসহ ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জরিমানা আদায়।
আজ ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিঃ তারিখ সোমবার জেলা প্রশাসন রাজবাড়ীর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহেদ খান এর নেতৃত্বে রাজবাড়ী জেলার সদর উপজেলার স্টেশন রোড, বড় বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্টেশন রোড, বড় বাজার এলাকার শামীম স্টোর নামক দোকানে/গোডাউনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ মোট ৩৯৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ হারুন-অর-রশীদ। মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনায় সহায়তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস